নিজস্ব প্রতিবেদন: নবজোয়ারের কর্মসূচিতে এবার একমঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের শালবনিতে একমঞ্চে থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। শনিবার শালবনিতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি আছে। সেখানেই দু’জনের একমঞ্চে থাকার কথা।
শনিবার পূর্ব মেদিনীপুরের এগরায় যাচ্ছেন মমতা। বেলা ১২টা নাগাদ সেখানে পৌঁছনোর কথা তার। এরপর শালবনিতে বিকেল চারটেয় নবজোয়ার মঞ্চে যোগ দেবেন তিনি।
শনিবার, প্রথমে এগরা যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন। যেতে পারেন ঘটনাস্থলেও। এরপর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন শালবনি। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’-এ অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো।
নীতি আয়োগের বৈঠক রয়েছে শনিবার। জানা যায়, ওই বৈঠকে বয়কট করেছেন মমতা। রবিবার, নয়া সংসদ ভবনের উদ্বোধন। সেখানে রাষ্ট্রপতি নন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগেই সেই অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল। দেশের প্রথম মহিলা দলিত রাষ্ট্রপতিকে চরম অপমান মোদি সরকারে।
তার প্রতিবাদে আদিবাসী অধ্যুষিত শালবনিতে গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়ে সুখ-দুঃখ, অভাব-অভিযোগ শুনবেন বাংলার মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলে একসঙ্গে মমতা-অভিষেক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে কেন্দ্রকে বার্তা বলেই মত রাজনৈতিক মহলের।