Wednesday, June 23, 2021
HomeEDITOR PICKSমুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মিমে-মিমে ছয়লাপ ভার্চুয়াল দুনিয়া

মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মিমে-মিমে ছয়লাপ ভার্চুয়াল দুনিয়া

নিজস্ব সংবাদদাতা : মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা জোরালো হচ্ছিল। বিশেষত, মুকুল-জায়াকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ হাসপাতালে যাওয়ার পর। সেইসময় প্রকাশ্যেই অভিষেকের সেই সৌজন্যবোধের প্রশংসা করতে দেখা গিয়েছিল মুকুলপুত্র শুভ্রাংশু রায়কে।

তার পর থেকেই পদ্মশিবিরে মুকুল এবং শুভ্রাংশুকে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে জল্পনার অবসান ফের তৃণমূলে মুকুল রায়। তাতে বঙ্গ বিজেপি-তে যেমন তোলপাড় শুরু হয়ে গিয়েছে, আত্মসমীক্ষার দাবি উঠছে, তেমনই তোলপাড় নেটমাধ্যমও। মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মিমে-মিমে ছয়লাপ ভার্চুয়াল দুনিয়া।

তবে এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়ে ‘সোনার কেল্লা’ ছবির শেষ দৃশ্যে ছোট্ট মুকুলের ছবি এবং সংলাপ, ”আমি বাড়ি যাব।”তৃণমূল সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলছে সর্বত্র। অনেকে আবার সেই রেশ টেনে বলছেন, মুকুলের বিজেপি-র সঙ্গে আইনত বিয়ে হয়নি। লিভ ইন করছিলেন।’

Most Popular