নিজস্ব প্রতিবেদন : বর্তমান সমাজে অত্যন্ত জনপ্রিয় স্যোশাল মিডিয়ার নাম ফেসবুক, আর সেই ফেসবুক এখন শাড়ি প্রিয় মানুষদের কাছেও এক প্রিয় মঞ্চ করে তুলতে এগিয়ে এল একটি গ্রুপ।

ফেসবুকে মহিলাদের কাছে সেই রকমই এক জনপ্রিয় গ্রুপ ‘ দ্যা শাড়ি সাগা ‘। এই গ্রুপের পক্ষ থেকে কলকাতার বুকে, কলকাতার জনপ্রিয় হোটেল রিজেন্ট ওরকাসে অনুষ্ঠিত হলো একটি জন সমাগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই গ্রুপের সদস্যেরা এবং সংস্থার কর্ণধার শ্রীমতী বেদপ্রাণা পুরকায়স্থ। এখন অনেক মহিলারা শাড়ি ছেড়ে শালোয়ার বা জিন্স টপেই বেশি তৃপ্তির খোঁজ পান, তাই বলাই চলে শাড়ি হারিয়ে যাচ্ছে মহিলাদের মন থেকে। তাই সেই শাড়িতে মহিলাদের মন জয় করতেই এগিয়ে এসেছে এই গ্রুপ।

২০১৫ সালে প্রথম তৈরি হয় এই গ্রুপটি, তবে জনপ্রিয়তার শীর্ষ স্থান অধিকার করতে খুব বেশিদিন সময় লাগেনি এই সংস্থার কর্ণধার শ্রীমতী বেদপ্রাণা পুরকায়স্থ’র। তিনি নিজে শিশুদের জন্যে এবং মহিলাদের উন্নয়নের নানান কাজের সঙ্গে জড়িত। বেশ কিছু সামাজিক কাজেরও নমুনা রাখেন এই সংস্থার কর্ণধার। এই গ্রুপটি এখন শাড়িতে নারী মনোভাবাপন্ন মহিলাদের কাছে আবেগে রুপান্তরিত হয়েছে। এই গ্রুপটির মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া শাড়ির স্মৃতি উস্কে বর্তমানে টেনে এনে বাঁচিয়ে রাখার এক প্রয়াস করছেন মহিলারা।