31 C
Kolkata

Private Bus: পরিবহণেও করোনা কাঁটা!

নিজস্ব সংবাদদাতা :  পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে রাস্তায় বাস নামাননি অনেক বাস মালিকরা। পুজোর পর সেই পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে দেখা যায়। বাস মালিকরা নিজেরাই বাসের ভাড়া বাড়িয়ে রাস্তায় বাস নামায়। কিন্তু ফের কলকাতার রাস্তায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বেসরকারি বাস। আর এই বাসের ঘাটতির সৌজন্যে রয়েছে করোনার বাড়বাড়ন্ত। সূত্রের খবর, করোনা প্রকোপে একের পর এক বাস চালক থেকে কন্ডাক্টর আক্রান্ত হচ্ছেন। তারওপর এই সংক্রমণের লাগামছাড়া বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে কাজও করতে চাইছেন না অনেকেই।  যারফলে বাস রাস্তায় নামাতে পারছেন না বাস মালিকরা।

তারওপর বাস মালিকদের একাংশের মতে, করোনা পরিস্থিতিতে একধাক্কায় রোজগার কমেছে অনেকটাই। এই অবস্থায় বাস চালানোও যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। বাস সংগঠন সূত্রের খবর, এই পরিস্থিতি চলতে থাকলে শহরের রাজপথে বাসের সংখ্যা আরও কমবে। আর সেই পরিস্থিতি হলে করোনা আবহে ভোগান্তি আরও বাড়বে যাত্রীদের। বাস পরিষেবা কমলেও সরকারি বাস পরিষেবাকে সচল রাখার ব্যাপারে আশাবাদী রাজ্য সরকার। প্রয়োজনের অতিরিক্ত বাস চালানোর কথা জানিয়ে রেখেছে রাজ্য পরিবহণ দফতর। কিন্তু শহর কলকাতায় যে সংখ্যায় বেসরকারি বাস চলে, সরকারি বাস দিয়ে তা সামাল দেওয়া এখনই সম্ভব নয়। ফলে করোনা আবহের মধ্যে বেসরকারি বাস কমতে থাকার বিষয়টি যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে গণপরিবহণের ক্ষেত্রে।

আরও পড়ুন:  Cooking tips: একঘেঁয়ে খেবার ছেড়ে বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন মজাদার কুড়মুড়ে সুজির টোস্ট !

Featured article

%d bloggers like this: