নিজস্ব প্রতিবেদন : আগাগোড়াই উত্তর কলকাতায় বেশ অ্যাকটিভ রোলে দেখা যায় শিয়ালদহ সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজকে, সামাজিক কাজ হোক বা বিশেষ রাজনৈতিক সমর্থনের হোক, সর্বদাই এককাঠি এগিয়ে থাকে এই কলেজ। এবার সরস্বতী পুজোতেও ব্যতিক্রমী মনোভাবের প্রকাশ পেল তাদের মণ্ডপে।
প্রতি বছরের মতো এবারও বাগদেবীর আরাধনায় মেতে ওঠে সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজ। কলেজের অধ্যাপক থেকে শুরু করে অফিসকর্মী সঙ্গে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের একত্রিত হয়ে সরস্বতী পুজোয় মাতেন সকলেই, তবে সামনের সারিতে দেখা যায় ইউনিয়নে যুক্ত সদস্যদের। প্রতি বছরের মতো এবারও ছিল নতুনত্ব।

এবার পুজোয় দেবীর মণ্ডপ সজ্জিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান কর্মসূচি কে কেন্দ্র করে। তবে মণ্ডপের একেবারে উপরে শোলার থালা দিয়ে লেখা বার্তা “ধর্ম যার যার, উৎসব সবার”। এই লেখার মধ্য দিয়ে সমাজকে আরও একবার একত্রিত হবার বার্তা দিলো উত্তর কলকাতার এই কলেজটি।

কলেজটি যে সম্পূর্ণ ভাবেই তৃণমূল ঘেঁষা, মুখ্যমন্ত্রীর মন্ত্রের তারা গুণমুগ্ধ ভক্ত তার প্রমাণ প্রায়ই পাওয়া যায় তাদের কার্যক্রমে। তাই মনে করা হচ্ছে ২১ এর নির্বাচনের কথা মাথায় রেখেই দেবী প্রতিমার মণ্ডপ ফুটিয়ে তোলা হলো তাঁর নানান প্রকল্পে। কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, শিশু আলোয়, গতিধারা, দুয়ারে সরকার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, দিদিকে বলো’র মতো নানাবিধ বাংলায় করা প্রকল্প ধরা পড়লো তাদের পুজোর থিমে।

পুজোর আলপনা থেকে সমস্ত কাজ করেছে কলেজেরই ছাত্রীরা। অন্যান্য কলেজের মতো এই কলেজেও করোনা বিধির দিকে বেশ কড়া নজর রাখতে দেখা গেল কলেজের এবারের পুজো উদ্যোক্তাদের। এককথায় বলা চলে যে এই ধর্মের বার্তা দিয়ে এরা বুঝিয়ে দিতে চাইলো, কোনোভাবেই সাম্প্রদায়িকতার গোঁড়ামি এই কলেজে প্রবেশ করতে পারবে না।