নিজস্ব সংবাদদাতা : বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলি। ফের বুকে ব্যথা বাংলার মহারাজের। তড়িঘড়ি তাঁকে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। জানা গেছে, বুধবার সকালে ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ গাঙ্গুলি।
অস্বস্তি শুরু হয়। দেরি না করেই খবর দেওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেই মতো ব্যবস্থা করেও রাখা হয়। অ্যাপোলো হাসপাতালে সৌরভ পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ICCU তে রাখার বন্দোবস্ত করা হয়। উল্লেখ্য, মাসখানেক আগেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ।
মেডিকেল বোর্ডে পরামর্শ মেনেই বুকে স্ট্রেইন বসানো হয় তাঁর। চিকিতসকদের তরফে জানানো হয়েছিল একেবারে সুস্থ আছেন সৌরভ।জানা যাচ্ছে, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকে সম্পূর্ণ বিশ্রামে ছিলেন সৌরভ। মেনে চলছিলেন চিকিতসকদের সমস্ত পরামর্শ।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকে কোনও মিটিংয়ে যোগ দেননি সৌরভ। খাওয়াদাওয়ায় করেছেন নিয়ম মেনেই। তারপরেও কেন ফের বুকে ব্যথা অনুভব করলেন সৌরভ? তা নিয়ে নতুন করে বাড়ছে উদ্বেগ। তবে এক্ষেত্রে এখনও উদবেগজনক অবস্থা নয় বলেই জানা যাচ্ছে।