নিজস্ব প্রতিবেদন: কিছুতেই কাটছে না ট্রেন ভোগান্তি। গত একমাস ধরে শিয়ালদহ মেইন লাইনে ক্রমাগত চলছে ট্রেনের সমস্যা। আর তার খেশরত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এরই মাঝে ফের সপ্তাহান্তে ট্রেন ভোগান্তি। শনি ও রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন।

বর্তমানে শিয়ালদহ মেন লাইন বেশিরভাগ মানুষের লাইফ লাইন হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ অফিসের কাজে আসে কলকাতায়। আর তার জন্য অন্যতম যাতায়াতের মাধ্যম শিয়ালদহ মেন লাইন। খুবই কম সময়ে ও কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করা যায় ট্রেনের মাধ্যমে। গত কয়েকদিন ধরেই ইছাপুর ও নৈহাটি স্টেশনের মাঝের একটি ব্রিজে কাজ চলছে তার জন্য ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। অপরদিকে, পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে ২৫ তারিখ রাত ১০ টা থেকে ২৬ মার্চ রাত ৯টা পর্যন্ত নৈহাটি স্টেশনে কাজ চলবে তার জন্য বাতিল শনি ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন।

যার জন্য শনিবার বাতিল শিয়ালদাহ-নৈহাটি, শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-শান্তিপুর রুটে তিনজোড়া লোকাল। বাতিলের তালিকায় থাকছে ৫ জোড়া শিয়ালদাহ-নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদহ রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল। বাতিল থাকছে একজোড়া করে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা গেদে এবং দমদম জং ,ব্যারাকপুর লোকাল। একগুচ্ছ ট্রেন বাতিলের জেরে চরম সমস্যায় পড়তে হতে পারে নিত্য যাত্রীদের। এমনকি ট্রেন বাতিল থাকছে রবিবারও।