নিজস্ব প্রতিবেদন: দাউদাউ করে জ্বলে উঠলো সল্টলেক। সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে হঠাৎই সোমবার সকালে ঘটে যায় অগ্নিকাণ্ড। আগুন খুব দ্রুত ছড়াতে থাকে। ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৫০ থেকে ৭০/৭৫ টি দোকান ও ঝুপড়ি পুড়ে ছাই হয়েছে। তবে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে। এখনও অবধি হতাহতের কোনো খবর নেই।
কিন্তু কি কারণে কিভাবে আগুন লাগলো, তা নিয়ে কোনো কারণ এখনও স্পষ্ট হয়নি। অনুমান করা হচ্ছে যে, ঝুপড়ির আশেপাশে মজুত থাকা দাহ্য পদার্থে কোনোভাবে আগুন পৌঁছোয়,এরপরই তা ছড়াতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, হতাহতের কোনো খবর এখনও নেই। তবে আর্থিক ক্ষতি অনেকটাই হয়েছে।
সাতসকালে সল্টলেকে অগ্নিকাণ্ড
