নিজস্ব সংবাদদাতা : আইকোর চিটফাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। মার্চের দ্বিতীয় সপ্তাহে আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমবার নোটিস পাঠানো হয় সিবিআইয়ের তরফে।
১৫ মার্চ কলকাতায় সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই সময় পার্থবাবু জানিয়েছিলেন তিনি কোনও নোটিস পাননি। ১৫ মার্চ তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কার্যালয়ে হাজিরা দিতেও দেখা যায়নি। তার জেরেই তাঁকে দ্বিতীয় দফার নোটিস পাঠানো হয়।
সেই নোটিসের জবাবেই এবার পার্থবাবু জানিয়েছেন, বাংলার ভোট না মিটলে তিনি সিবিআইয়ের কার্যাল্যে হাজিরা দিতে পারবেন না। ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থা আইকোরের একটি অনুষ্ঠানে বেশ কয়েক বছর আগে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।
সেই সংস্থার একটি পণ্য তিনি লঞ্চ করেছিলেন, এবং সেই সংস্থাকে সাহায্য করার প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন বলে অভিযোগ। ওই বিষয়েই পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
কিন্তু এখন পার্থবাবু কার্যত তাঁদের জানিয়ে দিলেন ২ মে’র আগে তাঁর পক্ষে সম্ভব নয় সিবিআইয়ের কার্যালয়ে গিয়ে হাজিরা দেওয়া। পার্থবাবু জানিয়েছেন যে তিনি বর্তমানে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। তাই এই মুহূর্তে হাজিরা দিতে যেতে পারছেন না।