নিজস্ব সংবাদদাতা : আনলক পর্বে মেট্রো চালুর পর করোনা সংক্রমণ এড়াতে টোকেন তুলে দেওয়া হয়েছিল। স্মার্ট কার্ড ব্যবহারেও বেশ নিয়মবিধি ছিল। ই-পাসের মাধ্যমে আগে থেকে সিট বুক করে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই মুহূর্তে দিনে মোট চার ঘণ্টা মেট্রো যাতায়াতের জন্য ই-পাসের প্রয়োজন হয়। সকাল ৯ টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা।
এই চার ঘণ্টায় অফিস যাত্রীদের ভিড় যাতে পাতালপথে করোনা সংক্রমণের ঝুঁকি না বাড়ায় তা নিশ্চিত করতে এই ই-পাসের নিয়ম চালু রাখা হয়েছে। তবে, মহিলা এবং শিশুদের ই-পাস দেখাতে হয় না। দিনের এই চার ঘণ্টা শুধু পুরুষ যাত্রীদেরই ই-পাস দেখাতে হয়। বাদবাকি সময় সব যাত্রীই ই-পাস ছাড়া যাতায়াত করতে পারেন। এবার মেট্রো কর্তৃপক্ষ অফিস টাইমেও ই-পাস ব্যবহারের প্রথা তুলে দিচ্ছে বলে জানানো হয়েছে।
অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন না, করলেও তা থেকে কীভাবে টিকিট বুক করবেন, বুঝতে সমস্যা হয়। নিত্যযাত্রীদের তরফে এমন নানা সমস্যার কথা জানতে পেরে যাতায়াতের পদ্ধতি ধাপে ধাপে সরল করে কর্তৃপক্ষ। প্রথম বয়স্ক ও শিশুদের জন্য ই-পাস তুলে দেওয়া হয়। তারপর নির্দিষ্ট সময়ে এর আওতায় আসেন সাধারণ যাত্রীরাও।
সোমবার থেকে ই-পাসের প্রথা পুরোপুরি উঠে যাচ্ছে। তবে, টোকেন চালু না হওয়ায় যাদের স্মার্ট কার্ড নেই, তাঁরা এখনই যাত্রা করতে পারবেন না। শুধু তাই নয়, আগের থেকে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। আগে যেখানে দৈনিক ২২৮টি ট্রেন চলত, সেখানে সোমবার থেকে চলবে ২৪০টি ট্রেন।