নিজস্ব সংবাদদাতা : বিজেপির পাখির চোখ বাংলা। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতৃত্বরা উড়ে আসছেন বাংলায়। টলিউডের প্রথম সারির তারকারা যোগ দিচ্ছেন পদ্ম শিবিরে। এরই মাঝে খবর আসছে আসন্ন ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকতে পারেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
মূলত ঘটনার সূত্রপাত বসন্ত পঞ্চমীর সকালে। মিঠুন চক্রবর্তীর ম্যাড আইল্যান্ডের বাড়িতে হাজির হন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। বিস্তর আলোচনার পর উঠে আসে নানারকম জল্পনা-কল্পনা। খবর আসে এবার কি পদ্মশিবিরে নাম লেখাবেন মহাগুরু।
কিন্তু সেইসব জল্পনা নাকচ করে অভিনেতা জানান, এই বৈঠক পুরোপুরি অরাজনৈতিক। এবার শোনা যাচ্ছে বিজেপির আমন্ত্রণে আপাতত সাড়া দিয়েছেন তিনি। তবে কি ব্রিগেড ময়দানেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করবেন অভিনেতা?
সেই প্রসঙ্গে এখনো কোনো ইতিবাচক ইঙ্গিত মেলেনি মিঠুন চক্রবর্তীর তরফ থেকে। এর আগে ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল সৌরভ গাঙ্গুলি এবং প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের কাছে। তবে, কিছু দিন আগেই সমাবেশে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন সৌরভ।
মেগা ব্রিগেডের আগেই এক সাক্ষাত্কারে সৌরভ জানিয়ে দিলেন, ‘সবাই সবকিছুর জন্য হয় না।’ অন্যদিকে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের তরফ কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার মোদির মঞ্চে মহাগুরু মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকেন কিনা !