নিজস্ব সংবাদদাতা :: আবারও এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদে জড়ালো এলাকার দুই নেতার দলবল। আর তার জেরে সোমবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিন-পশ্চিম কলকাতার মেটিয়াবুরুজ এলাকা। দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা দেখা যায় মেটিয়াবুরুজের মসজিদ তালাব লেনে। চলে গাড়ি ভাঙচুর, মদের বোতল ছোঁড়াছুড়ির পাশাপাশি গুলি চালানোর মতো ঘটনাও। আর এই সব ঘটনার জেরে দুই দলই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ঘটনার জেরে সোমবার মাঝ রাতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শেষে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, নিছক এলাকা দখলের উদ্দেশ্যেই এই অশান্তি। এই সংঘর্ষের ঘটনায় যারা জখম হয়েছেন তাঁরা অভিযোগ করেছেন ১৩৭ নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর রেহামাত আলাম আনসারি ও তাঁর দলবল এলাকা দখলের ছক নিয়ে অতর্কিত হামলা চালায় বিরুদ্ধ গোষ্ঠীর লোকদের ওপরে। আক্রান্তরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই বাধে সংঘর্ষ। যদিও অভিযোগ অস্বীকার করেন ওই বিদায়ী কাউন্সিলর। মঙ্গলবার সকালেও ওই এলাকা রীতিমত উত্তপ্ত রয়েছে। তবে পুলিশের টহলদারী চলতে থাকায় এদিন নতুন করে আর কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি।