নিজস্ব সংবাদদাতা : ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। বাগবাজারে বস্তিতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন। একের পর এক রান্নার গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজে শঙ্কিত গোটা এলাকা। উত্তুরে হওয়ার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আগুনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সংলগ্ন রাস্তায় যান চলাচল।টালা ব্রিজ বন্ধ থাকায় উত্তর কলকাতাগামী গাড়ি লকগেট হয়ে যেত। তবে এখন সেই রাস্তা বন্ধ করা হয়েছে। তাই উত্তর এবং মধ্য কলকাতার মধ্যে যোগাযোগে প্রভাব পড়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গিরিশপার্ক থেকে উত্তরমুখী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।সিলিন্ডার বিস্ফোরণের পর, আগুনের লেলিহান শিখা মায়ের বাড়ির অফিসে ছড়িয়ে পড়ে।
কয়েকশো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীদের সঙ্গে মহারাজ এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগিয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে বাগবাজারের হাজার হাত বস্তিতে। সারদা মায়ের বাড়ির পূর্ব দিকে ওই বস্তিটি রয়েছে।
হাওয়ার কারণে পুড়ে খাক হয়ে যায় সব কিছু। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম অবস্থা দমকল কর্মীদের। যদিও দমকল জানাচ্ছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।বাগবাজার সংলগ্ন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে,এই কাজে হাত লাগিয়েছে স্থানীয় মানুষ।
পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা । দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘আমি গঙ্গাসাগরে রয়েছি। কিন্তু খবর পেয়েই দফতরের ডিজির সঙ্গে কথা হয়েছে। ডিজি সেখানে যাচ্ছেন। দমকল কর্মীরা আগুন দ্রুত নেভাতে সবধরণের চেষ্টা করছে।’ কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।