নিজস্ব প্রতিবেদন: বেহালার সভা থেকে মেট্রোকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন তিনিই মেট্রোর প্রস্তাব পাশ করিয়েছিলেন বলে দাবি করেন মমতা। জোকা মেট্রোর কাজ চলতি বছরই শেষ হবার কথাও জানান তিনি।
মমতা প্রতিশ্রুতি দেন যে, আমি থাকলে এই মেট্রোর কাজ এক বছরে শেষ করে দিতাম। সব আমারই করা। জোকা থেকে ডায়মন্ডহারবার পর্যন্ত মেট্রো করে দেবো আমি থাকলে। আমি জানি কিকরে কাজ করতে হয়।

শনিবার চতুর্থ দফায় টার্গেট মমতার। বেহালা পূর্ব ও পশ্চিমের ভোটকে টার্গেট করে সভা করেন মমতা। দুই প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ও পার্থ চ্যাটার্জীর সমর্থনে জনতা টানতেই মেট্রোকে হাতিয়ার করেছেন মমতা। বিজেপিকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, বিজেপিকে দুই তৃতীয়াংশ ভোটে হারাবেনই তিনি।