নিজস্ব প্রতিবেদনঃ এ কি হল টুইটারে ! টুইটারে নীল টিক হারালেন অনেকেই। সরানো হল নামের পাশের ‘ব্লু টিক’ চিহ্ন। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলির মতো ব্যক্তিত্বরা। রাহুল গান্ধি, যোগি আদিত্যনাথ, প্রিয়াঙ্কা গান্ধির মতো তাবড় রাজনীতিবিদরাও হারিয়েছেন নীল টিক৷ তালিকায় রয়েছেন আলিয়া ভাটও৷
বৃহস্পতিবার বিকালের পর শাহরুখের মতোই টুইটারে নীল-টিক হারিয়েছেন জাস্টিন বিবার, কিম কার্দাশিয়ানের মতো তারকারাও। চিহ্ন হারিয়েছেন বিল গেটস। মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছে, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়,তাহলে খরচ করতে হবে ৮২ হাজার টাকা।
এবার টাকা দিলে টুইটারে বাড়ানো যাবে ফলোয়ার। ইউটিউব-এর মতো নতুন আয়ের উপায় খুঁজছে টুইটার। খোদ ইলন মাস্ক তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই বিশেষ সাবস্ক্রিপশনের ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছেন।