Wednesday, February 24, 2021
Home কলকাতা ২৮ ফেব্রুয়ারি ফের বৈঠকে বসছে বাম -কং

২৮ ফেব্রুয়ারি ফের বৈঠকে বসছে বাম -কং

নিজস্ব সংবাদদাতা : আসন সমঝোতা এখনও চূড়ান্ত হল না বাম-কংগ্রেসের । আপাতত ৭৭টি আসনেই মিলেছে রফাসূত্র। ওই আসনগুলি গতবার জিতেছিল তারা। কিন্তু বাকি আসনগুলির কী হবে? ২৮ ফেব্রুয়ারি ফের বৈঠকে বসছে দু’পক্ষ।

সূত্রের খবর, লোকসভা ভোটে যে পথে আসন সমঝোতা এগোচ্ছিল, সেই ফর্মুলার পক্ষে আলিমুদ্দিন। তাদের প্রস্তাব, যে আসনগুলিতে দ্বিতীয় বা নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা ছিল, তাদের সেগুলি ছেড়ে দেওয়া হোক। এর পাশাপাশি আব্বাস সিদ্দিকির সঙ্গে চলছে জোটের কথা।

তাঁর দল ঢুকলে কী সমীকরণ হবে, তাও ভাবতে Meetingহচ্ছে জোটের নেতাদের। আসন-জট ছাড়াতে সোমবার বৈঠকে বসে বাম-কংগ্রেস নেতৃত্ব। সেখানেই ঠিক হয়, গত বিধানসভা ভোটে জেতা আসনগুলি হাতবদল হবে না। অর্থাৎ ২০১৬ সালের ভোটে কংগ্রেসের জেতা ৪৪টি আসনে তারাই প্রার্থী দেবে।

বামেদের জেতা ৩৩টি আসনও থাকবে ফ্রন্টের হাতে। বাকি ২১৭টি আসনে কী হবে? তা নিয়েই দড়ি টানাটানি। শরিকদের কথাও মাথায় রাখতে হচ্ছে সিপিএমকে। আসন রফায় এখন জটিল অঙ্ক হয়ে দাঁড়িয়েছে মালদহ, মুর্শিদাবাদ ও পুরুলিয়া – এই তিনটি জেলা। কারণ এই জেলাগুলিতে দুপক্ষই শক্তিশালী। ফলে সমাধানসূত্র মেলা কঠিন হচ্ছে।

Most Popular

প্রোটিনের অভাবে ভুগবেন না

নিজস্ব প্রতিবেদন: আমিষ খান না? চিন্তা নেই, প্রোটিনের যোগান দিতে এই নিরামিষ কাদ্য গুলি ও কম যায় না। আপনার জন্য রইলো এই...

রাজনীতির বাইরে ‘শিল্পী’ মমতা

নিজস্ব প্রতিবেদন: সাধারণত আমরা স্কুল গুলিতে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সরবরাহ করা ছোটদের বইয়ে দেখেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রতিভার প্রকাশ। শুধু তাই...

অক্ষরের ভেলকিতে পিছিয়ে ইংল্যান্ড

নিজস্ব সংবাদদাতা: ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে অক্ষর প্যাটেল। ৬ উইকেট নিয়ে প্রথম দিনেই অল আউট করে দেন ইংল্যান্ডকে মাত্র ১১২ রানে। নব...

শিলং’এ অনুগামীদের সঙ্গে আয়ুষ্মান

নিজস্ব প্রতিবেদন: অভিনেতা আয়ুষ্মান খুরানার ভক্তরা ,শিলংয়ে তিনি যেই হোটেলটি তে থাকছিলেন, তার প্রিয় তারকার সাথে দেখা হওয়ার আশায় গেটক্র্যাশ করেছিলেন। অনলাইনে...