নিজস্ব সংবাদদাতা : চিটফান্ড কাণ্ডে শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এই দাবি তোলেন তিনি। সঙ্গে ফের দাবি করেন, গ্রেফতারির হাত থেকে বাঁচতে বিজেপিতে নাম লিখিয়েছেন শোভন।
এদিন কুণাল দাবি করেন, ‘চিটফান্ড সংস্থা আইকোরের প্রোমোটার ছিলেন শোভন চট্টোপাধ্যায়। আইকোরের হয়ে সওয়াল করেছেন তিনি। সারদা থেকে ১ কোটি টাকা কে নিয়েছে তার তদন্ত হওয়া উচিত। কাচের ঘরে বসে ইট ছুড়ছেন শোভনবাবু।’ এদিন আইকোরের বার্ষিক অনুষ্ঠানে এজেন্টদের সভায় শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতির ছবি দেখান কুণাল ঘোষ।
এর পর তিনি বলেন, ‘আইকোরের মালিক অনুকূল মাইতির কিছুদিন আগে জেলে মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী কনিকা মাইতি সংস্থার ডিরেক্টর ছিলেন। আইকোর কাণ্ডে সুমন চট্টোপাধ্যায় গ্রেফতার হলে শোভন চট্টোপাধ্যায় ছাড়া পাবেন কেন? আইকোর কাণ্ডে অবিলম্বে শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করছি।
কেন শোভন চট্টোপাধ্যায় ছাড়া পাচ্ছেন? যেখানে দেখা যাচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রে তিনি যুক্ত।’কুণালের দাবি, ‘সিবিআই আইকোর কাণ্ডের তদন্ত করছে। এই তদন্ত থেকে বাঁচতে শোভন চট্টোপাধ্যায় বিজেপির মঞ্চ থেকে বড় বড় কথা বলছে। আমি এব্যাপারে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি ও ভিডিয়ো জমা দিয়েছি।
আমাকে জানানো হয়েছে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ সোমবার কলকাতার দক্ষিণ শহরতলির সেলিমপুরে প্রথম বিজেপির মঞ্চে বক্তব্য রাখেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘কাদের মুখপাত্র নিয়োগ করা হয়েছে। আর ওই একজনই নষ্টের মূল।’ এরই পাল্টা জবাবে বিস্ফোরক অভিযোগ কুনাল ঘোষের।