নিজস্ব প্রতিবেদন: কাঠ ফাটা রোদের প্রভাব কমতে পারে রাজ্য জুড়ে। কিছুটা স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যে।
কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় চলবে এই ঝড় বৃষ্টি। শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। বুধবার থেকে কলকাতার তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে যে, ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। যার জেলে বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যে।
অন্যদিকে শনিবার চতুর্থ দফার নির্বাচন রাজ্যে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস ভোট কর্মে বিঘ্ন ঘটাবে কি না সে নিয়েই চিন্তা।