নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের মাঝের ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। তার ফলে মৃত্যু হয় রাজারহাটে স্থানীয় তৃণমূল নেতা মতিয়ার রহমান সাপুইয়ের। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে কামদুনি থেকে রাজারহাটে দিকে থেকে ফেরার পথে এক অ্যাপক্যাপ তৃণমূল নেতার বাইকে ধাক্কা মারে। যার ফলে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। তারপর তাঁকে উদ্ধার করে কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। তবে পথেই মৃত্যু হয়েছে বলেই সূত্রের অনুমান। এই ঘটনায় অ্যাপক্যাপ চালক পলাতক। পুরো ঘটনার তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ।