29 C
Kolkata

জল জমে নাগরিক জীবন ফের বিপন্ন কলকাতায়

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা— এই দু’য়ের প্রভাবে কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জেলায় গত দু’দিন ধরেই বৃষ্টিপাত চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে। সেই পূর্বাভাস মতো শুক্রবার সকাল থেকেই কালো করে আসে কলকাতার আকাশ। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। শুক্রবার সকাল থেকে হওয়া বৃষ্টিতে ইতিমধ্যেই জলের তলায় শহরের বিস্তীর্ণ অংশ ।

ডায়মণ্ড হারবার রোড, সেন্ট্রাল অ্যাভেনিউ, এমজি রোড, বিধান সরণী থেকে ঠনঠনিয়া কালিবাড়ি সংলগ্ন এলাকা জলমগ্ন। জল জমায় এই রাস্তাগুলিতে সকাল থেকেই ধীরগতিতে গাড়ি চলছিল। পুরসভা সূত্রে খবর, বেলা বাড়তে ডায়মণ্ড হারবার রোড এবং সেন্ট্রাল অ্যাভেনিউয়ে জল বেড়ে আরও দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। সামগ্রিক ভাবে উত্তর কলকাতাতেই জল জমে অসুবিধা হচ্ছে বেশি ।

আরও পড়ুন:  Political News: বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ কেন ? কেন্দ্র সরকারের কাছে জানতে চাইল হাইকোর্ট

শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বৃষ্টি কমে গেলেও জল নামেনি শহরের বেশ কিছু রাস্তায়। আশঙ্কা, আবার বৃষ্টি শুরু হলে গত কয়েক দিনের মতো ফের বাড়তে পারে নাগরিক যন্ত্রণা। ইতিমধ্যেই নদীর জলস্তর বৃদ্ধি, বৃষ্টি জমা জল এবং সর্বোপরি বাঁধের জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত বহু এলাকা। তবে বৃষ্টি না থামলে, জল কমার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Featured article

%d bloggers like this: