31 C
Kolkata

দেবাঞ্জন-মামলায় পুলিশের কাছে তথ্য চাইল ইডি , গ্রেফতার দেবাঞ্জনের ২সহযোগী

নিজস্ব সংবাদদাতা : ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে পুলিশের জালে দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী। ধৃতদের মধ্যে রয়েছেন দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন দেব। পুলিশের দাবি, নাকতলার বাসিন্দা কাঞ্চন ছিলেন দেবাঞ্জনের অফিসের সেকেন্ড-ইন-কম্যান্ড।

তাঁকে কলকাতা পুরসভার কন্ট্রোলিং অফিসার হিসেবে পরিচয় দেওয়া হত। প্রথম থেকেই তিনি জানতেন দেবাঞ্জন আদতে IAS নন। দেবাঞ্জনের প্রতারণা-কারবারে কাঞ্চনও যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি। অন্যদিকে শরৎ পাত্র, ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পগুলোতে কম্পাউন্ডার হিসেবে করতেন। ইঞ্জেকশন দেওযা থেকে শুরু করে ওষুধের হিসেব রাখা, সবই করতেন।

ভুয়ো ক্যাম্পগুলো আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত ধৃত শরৎ পাত্র। কসবা ছাড়াও সোনারপুর এবং সিটি কলেজে ভুয়ো টিকা শিবিরে টিকা দিয়েছিলেন ওই ‘স্বাস্থ্য কর্মী’। তদন্তে পুলিস জানতে পেরেছে, একটি নির্বাচনও আয়োজন করেছিল দেবাঞ্জন। যেখানে ভোট দেন তাঁর কর্মীরা।

আরও পড়ুন:  Lifestyle tips: প্রিয় মানুষটিকে খুশি করতে চান মেনে চলুন সহজ কয়েকটি টিপস্!

এরপর নিজেকে West Bengal Employees Federation-এর নির্বাচনে জয়ী বলে ঘোষণা করে দেবাঞ্জন।ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেব সম্পর্কে সোমবার মুখ খোলেন মুখ্য়মন্ত্রীও। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাঞ্জনকে টেরোরিস্টের তকমা দেন। এদিকে আজই দেবাঞ্জন মামলায় তথ্য চেয়ে পাঠাল ইডি। ক’টি এফআইআর দায়ের হয়েছে দেবাঞ্জনের নামে? জানতে চাইতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Featured article

%d bloggers like this: