31 C
Kolkata

joy banerjee : বিজেপির জয় এবার তৃণমূলে ?

নিজস্ব সংবাদদাতা : জয় বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক বহুদিনের। ২০১৪ সালেরও আগে বিজেপির সদস্য তিনি। ২০১৭ সালে তাঁকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। একাধিকবার গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রতিবার পরাজয়ই হয়েছে তাঁর সঙ্গী। অসুস্থ হওয়ার পর দলের তরফে কোনও সাহায্য পাননি। গতবছর বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর তাঁকে সরিয়ে জাতীয় কর্মসমিতিতে আনা হয় রাজীবকে।

এরপর থেকেই বেসুরো বাজছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধ একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী মোদিকে। কানাঘুষো শোনা যাচ্ছিল, বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারেন তিনি। কার্যত সেই জল্পনাতেই সিলমোহর। শোনা যাচ্ছে শনিবারই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে দেখা করবেন জয় বন্দ্যোপাধ্যায়। বিষয়টি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। শীঘ্রই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন জয়, এমনটাই ধারনা রাজনৈতিক মহলের। তবে এত দিন পর্যন্ত তাঁকে দলে নেয়নি তৃণমূল।

আরও পড়ুন:  Health tips: জানেন পাকা চুল দাড়ি তুলতে নেই কেন?

অবশেষে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপাতত যোগ না দিলেও গোয়ার নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে যোগ দান করবেন তিনি। উল্লেখ্য, জয়ের প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাউন্সিলর। জয় তৃণমূল ছাড়ার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সূত্রের খবর, গোয়ার নির্বাচনের পরই খাতায় কলমে তৃণমূল পরিবারের অংশ হবেন জয়। তবে এবিষয়ে এখনও বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Featured article

%d bloggers like this: