31 C
Kolkata

IPL: আপনি কী জানেন ‘IPL’-এর চিয়ার লিডারদের বেতন কত ?

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি আইপিএল শুরু হয়েছে। আর আইপিএল মানেই নিজের নিজের দলের সাপোর্টে গলা ফাটান থেকে বাজি লড়া। এছাড়াও আইপিএল বলতে আরও একটা জিনিস সর্বাগ্রে মাথায় আসে তা হলো দল চার বা ছয় রান করলেই চিয়ার লিডারদের সেই অসাধারণ নাচ। বিগত কয়েক বছর করোনার কারণে চিয়ার লিডার দেখা যেত না। তবে, এবছর থেকে আবারও ফিরে এসেছে তারা।

আর চিয়ারলিডারদের কে নিয়েই সাধারণ মানুষের ভীষন কৌতূহলি। তেমনই এনাদের কে নিয়ে বিতর্কেরও অন্ত নেই । চিয়ারলিডারদের জনপ্রিয়তাও প্লেয়ারের চেয়ে কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু কি জানেন এই চিয়ার লিডারদের মাইনে কত?

চিয়ার লিডারদের পেশায় যতই গ্ল্যামার থাকুক না কেন বেতন কিন্তু তাদের অনেকটাই পিছিয়ে। প্রতিবার ফ্র্যাঞ্চাইজি আই পি এলে চিয়ার লিডারদের নিয়োগ । বেশিরভাগ চিয়ার লিডারই হন বিদেশি।

আরও পড়ুন:  Nandini: নতুন যাত্রায় পা রাখলেন ‘ভাতের হোটেল’ খ্যাত নন্দিনী

চলুন তবে জেনে নেওয়া যাক প্রতি ম্যাচে কোন দলের চিয়ার লিডার কত বেতন পান।

কলকাতা নাইট রাইডার্স – প্রায় ২৪ হাজার টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স – প্রায় ২০ হাজার টাকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – প্রায় ২০ হাজার টাকা।

রাজস্থান রয়্যালস – প্রায় ১৪ হাজার টাকা।

সানরাইজার্স হায়দরাবাদ – প্রায় ১২ হাজার টাকা।

চেন্নাই সুপার কিংস – প্রায় ১২ হাজার টাকা।

দিল্লি ক্যাপিটালস – প্রায় ১২ হাজার টাকা।

পাঞ্জাব কিংস – প্রায় ১২ হাজার টাকা।

Featured article

%d bloggers like this: