নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার আশঙ্কা ছিলই। তারমধ্যেই সুখবর। সারাদেশে ১০০ কোটি মানুষের করোনা প্রতিষেধক দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।
এমন দাবি তুলেছে, মোদির নেতৃত্বাধীন সরকার। প্রতিষেধকের শংসাপত্রে নরেন্দ্র মোদির ছবি থেকে কোভিড সংক্রমণে যারা মারা গিয়েছে তাদের ডেট সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি রাখা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন নতুন বাস রুটের উদ্বোধন করতে গিয়ে দেশজুড়ে প্রতিষেধক নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন। ফিরহাদ বলেন, নরেন্দ্র মোদি যদি ঠিক সময়ে পর্যাপ্ত ভ্যাকসিনেশনের কাজ দেশজুড়ে শুরু করতেন, তাহলে বহু লোকের প্রাণ যেত না।
ভ্যাকসিন নিয়েও রাজনীতি চলছিল। ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি থাকলেও ভাইরাস প্রতিরোধে থালা, বাটি, গ্লাস না বাজিয়ে যদি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সঠিক ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন করতে পারতেন তাহলে দেশের মানুষেরই মঙ্গল হত।
পাশাপাশি তিনি আরো বলেন, সমস্ত নিয়ম মেনে চলতে হবে। মাস্ক পড়া বাধ্যতামূলক। লাগামছাড়া হয়ে চললে বিপদ বাড়বে। তবে আগের মত মৃত্যুর সখ্য হবে না।