Friday, July 30, 2021
Homeকলকাতারাজভবনের সামনে ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

রাজভবনের সামনে ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা :  রাজভবনের নর্থ গেটের সামনে যে ল্যাম্পপোস্ট থেকে তার ঝুলছিল সেখানে হুকিং করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তার জলে পড়ে থাকায় মঙ্গলবার সন্ধেবেলা বিদ্যুত্‍স্পৃষ্ট হন হিন্দুস্তান পেট্রোলিয়ামে কর্মরত ইঞ্জিনিয়ার ঋষভ মণ্ডল। 

সঙ্গে সঙ্গে জলের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান তিনি। ৪৫ মিনিট পর পুলিশ-দমকল আসায় আর বাঁচানো যায়নি তাঁকে। রাজভবনের সামনে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

 বেআইনি হুকিংয়ের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন ফিরহাদ। সেইসঙ্গে ঋষভের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু মঙ্গলবার সন্ধের ঘটনায় দায় এড়িয়েছে সিইএসসি। 

তাদের কর্মীদের দাবি, কোনও তার ছিঁড়ে পড়েনি। বিদ্যুত্‍স্পৃষ্টের অভিযোগ মানতে নারাজ সিইএসসি। তবে মৃত্যুর কারণ খুঁজে বের করতে এফআইআর-এর নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। এদিকে, ঋষভের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে ফরাক্কায় তাঁর পরিবার। 

কলকাতার মতো জায়গায় কী করে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে, তা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। 

Most Popular