নিজস্ব প্রতিবেদন: বর্তমানে রাজনৈতিক দলগুলোর কড়া নজর নির্বাচন। কিন্তু নির্বাচনের আগেই সামনে আসছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে। শিক্ষায় দুর্নীতির পর এবার রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠল দমকলে দুর্নীতির। একদিকে যখন শিক্ষা দুর্নীতি মামলায় গারদেই বাস করতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর তখনই অন্যদিকে প্রকাশ্যে এলো দমকল দুর্নীতির অভিযোগ।

এই অভিযোগ উঠেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। একদিকে যখন তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে সরকারি দফতর এবং স্কুলে চাকরি পাইয়ে দিয়ে টাকা তোলার অভিযোগ উঠছে আর তখনই দমকল বিভাগে দুর্নীতির অভিযোগ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাকরি বিক্রির। শুধু তাই নয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সেই ক্লিপে দেখা যাচ্ছে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে দমকল বিভাগের নিয়োগ ও টাকা লেনদেন নিয়ে আলোচনা করছে।

যদিও অপরদিকে এই অভিযোগ নিয়ে বিধায়ক তাপসবাবুও ওই অভিযোগ অস্বীকার করে। সে বলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি এই ঘটনায় রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা তদন্তও শুরু করেছে। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।