নিজস্ব সংবাদদাতাঃ সবে শেষ হয়েছে দুর্গাপূজা। আর এরপরেই বাড়ছে আতঙ্ক। বলাই হয়েছিল উৎসবের মরশুমে বাড়বে সংক্রমণ। পুজো শেষ হওয়ার কয়েকদিন পর্যন্ত সংক্রমণ কম ছিল। কিন্তু এখন তা বাড়তে শুরু করেছে। তাই প্রস্তুত হচ্ছে কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভা থেকে জানানো হয়েছে , স্যানিটাইজেশনের উপরে জোর দেওয়া হচ্ছে। যেসব ওয়ার্ডে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে, সেখানে সেফ হোম তৈরি করা হয়েছে মা এবং শিশুদের জন্য। সাধারণ মানুষের সুবিধার জন্য অ্যাম্বুলেন্সে প্রস্তুত তৈরি করা হচ্ছে। প্রতিদিন যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা হচ্ছে।
২৪৬ জন আক্রান্ত হয়েছেন পুরসভা এলাকায়। ১১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সংখ্যা বাড়ছে। সেই বিষয়ে অতীন ঘোষ জানান, পুজোর চারদিন টেস্ট বন্ধ ছিল। কিন্তু আবার সেই সব টেস্ট চলছে। বর্ষা এসে যাওয়ায় আরো দুরবস্থা বেড়েছে। শুক্রবার বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন পুরকর্মীরা।
২৪৮ বাড়ি ঘুরে তিনটি বাড়িতে ডেঙ্গি আক্রান্ত পাওয়া গেছে। নবনির্মান বিল্ডিংয়ের আসে পাশে পরিষ্কার করতে বলা হয়েছে। আগামী চার দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে। যদি তাঁরা এই চার দিনের মধ্যে নিজেদের জায়গা পরিষ্কার না করলে তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হবে। কলকাতায় ৬০ লক্ষ মানুষের মধ্যে শুধু মাত্র ৪০০ মানুষ আক্রান্ত হয়েছে জানুয়ারি মাস থেকে।