নিজস্ব প্রতিবেদন: মন ভালো হোক বা খারাপ গান শুনতে আমরা সকলেই ভালোবাসি।এবার সেই সমস্ত গানপ্রেমীদের জন্য দমদমে উদ্বোধন হয়ে গেল সঙ্গীত মেলা। তৃতীয় বর্ষে পদার্পন করল এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। ৪ দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। মেলার প্রধান উদ্যোক্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও আহ্বায়ক দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন সিআইসি প্রবীর পাল। এই মেলায় বাংলাদেশের বাংলা ব্যান্ড লেমন সহ কলকাতার স্বনামধন্য বাংলা ব্যান্ডের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। শনিবার সঙ্গীতশিল্পী জিৎ গাঙ্গুলী, মোনালি ঠাকুর সহ স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও থাকছে আগামী রবিবার অর্থাৎ সংগীত মেলার শেষ দিনে শান সহ বিশিষ্ট সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। সংগীত মেলার উদ্বোধনের দিনের প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়।