নিজস্ব সংবাদদাতা: ইয়াসের সঙ্গে টর্নেডোর আশঙ্কা। আজ সকাল ১১:৩৭ থেকে ১২টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগণা, হুগলি, হাওড়াতে টর্নেডোর আশঙ্কা রয়েছে। ইয়াসের সরাসরি প্রভাব না পড়ায় তৈরি হতে পারে পকেট টর্নেডো। পূর্ণিমার ভরা কোটালে উচ্ছ্বসিত জল। এরই সঙ্গে এতদিনের তাপমাত্রার জন্যে গরম হয়ে রয়েছে ভূভাগ। ফলে এবার সেই গরম বায়ু ঠেলে উপরের ঠান্ডা বায়ুর দিকে উঠে যেতে চাইছে। এরই সঙ্গে ইয়াসের বায়ুর গতি মিশে তৈরি হতে পারে এই সাইক্লোন। বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ইতিমধ্যেই হঠাৎ গতকাল বিকেলে হালিশহর,ব্যান্ডেল, চুঁচুড়াতে হানা মারে টর্নেডো। ক্ষতি হয় কিছু বাড়ি ও গাছপালার। আর এবার বুধবার ওয়ার্নিং কলকাতা সহ রাজ্যের কিছু জেলায়।
BREAKING: কলকাতায় টর্নেডোর আশঙ্কা আজ
