নিজস্ব প্রতিবেদন: মুষ্ঠি শক্ত করছে কমিশন। চতুর্থ দফায় রাজ্যের বুথে আরও কড়া হচ্ছে নিরাপত্তা। শনিবার চতুর্থ দফা নির্বাচনে বুথে বুথে মোতায়েন থাকবে ৭৯৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।
আসছে শনিবার রাজ্যের ৪৪টি আসনে চতুর্থ দফায় ভোট হবে। একটি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ারে ৯৬কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯ কোম্পানি, হাওড়া গ্রামীণে ৩৫কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮ কোম্পানি, কলকাতা পুলিশ এলাকায় ৯৪ কোম্পানি বাহিনীর, কোচবিহারে ১৮৩ কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারেটে ৭৯কোম্পানি, বারুইপুর পুলিশ জেলায় ৪৪ কোম্পানির বাহিনী মোতায়েন থাকবে। বাকি সেনা ভোটের নানান কাজে থাকবেন।
মঙ্গলবার তৃতীয় দফায় ক্যানিং, উলুবেড়িয়ার নানান জায়গায় ইভিএম কারচুপি, হাতাহাতির অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। এবার চতুর্থ দফায় আর খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশন করা ভাষায় জানিয়েছে কোনোরকম গোলমাল হলেই দ্রুত রিপোর্ট পেশ করে কড়া ব্যবস্থা নিতে হবে।