নিজস্ব সংবাদদাতা : হাড়হিম করা দৃশ্যে দেখে কার্যত চোখ কপালে উঠেছিল নিউটাউনের এক হোটেলের কর্মীদের। নিউটাউনের ডিডি ব্লকের এই হোটেলে এক মহিলাকে নৃশংস ভাবে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হোটেল কর্মীদের বয়ান অনুযায়ী, খুনের সময় কোনও চিত্কার শোনা যায়নি। ঘরে জোরে টিভি চলছিল।
এক যুবকের সঙ্গে নিউটাউনের এই হোটেলে এসেছিলেন মহিলা। এরপরই খুন করে ঘর থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে গেছে কাজ সেরে সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে সে। পুলিস সূত্রে খবর, পলাতক ওই যুবকের নাম অমিত ঘোষ। দু-জনেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।
মনে করা হচ্ছে, খুনের উদ্দেশ্যেই সুদূর মেদিনীপুর থেকে নিউটাউনে এসে হোটেলের রুম বুক করেছিলেন যুবক। ঘর থেকে উদ্ধার হয়েছে ভাঙা মদের বোতল।তদন্তে নেমে ওই ঘর থেকেই একটি চিরকুট উদ্ধার করে পুলিস। কার্যত নাটকীয় কায়দাতেই সেখানে লেখা “তোকে আমি মারতে চাইনি, মারতে বাধ্য় হলাম।”
আর তাতেই ফের চড়ছে রহস্যের পারদ।মৃতার সঙ্গে ওই যুবকের কী সম্পর্ক ছিল তা এখনও স্পষ্ট নয়। মৃত চুমকির স্বামী-সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়েছে। দেহের ফরেন্সিক হবে। খুনের পেছনে কি বিবাহবহির্ভূত সম্পর্ক? ইতিমধ্যেই তদন্ত জোরদার করেছে টেকনোসিটি থানার পুলিস।