নিজস্ব সংবাদদাতা : আজও কমলো তাপমাত্রা। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলিসিয়াস। বাতাসে রয়েছে হিমের পরশ। এই নিয়ে গত দু’দিনে ৫ ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা। জেলাগুলিতে জাকিয়ে শীতের আমেজ। পূর্বাভাস ছিল, মকর সংক্রান্তিতে রাজ্যে জাকিয়ে পড়বে ঠান্ডা। পশ্চিমি ঝঞ্জা কাটিয়ে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী বৃহস্পতি এবং শুক্রবার, শীতের আমেজেই মজে থাকবেন বঙ্গবাসী। আলিপুরের তরফ থেকে অবশ্য আগেই নিশ্চিত করা হয়েছিল, পৌষ সংক্রান্তির আগেই বাংলায় শীত ফিরে আসবে। সেই ভবিষ্যত্ বাণী সত্যি প্রমাণ করেই বাংলায় আবারও শীত প্রবেশ করলো। একইসঙ্গে গরমের অস্বস্তিকর অনুভূতি থেকে মুক্তি পেলেন বঙ্গবাসী। টানা তিন দিন উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এই ৭২ ঘন্টা জাঁকিয়ে শীত পড়বে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষে।
এই শৈত্যপ্রবাহের জেরে উত্তর ভারতে বেশিরভাগ জায়গার তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে শুকনো উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমী হাওয়ার কারণে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে। এই শীতের হাওয়াই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির কিছু অংশে পর্যন্ত চলে যাবে।
প্রবল ঠান্ডার জেরে রাজস্থানে জারি হয়েছে হলুদ সতর্কতা। ঠান্ডার দাপট বাড়বে উত্তরপ্রদেশে থেকে দিল্লি পর্যন্ত। পাঞ্জাব ও হরিয়ানাতেও শীতের তীব্রতা থাকবে।উত্তর পশ্চিমের কয়েকটি জায়গায় ৪ থেকে ৫ দিনের মধ্যে ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে বলে জানাচ্ছে মৌসম ভবন। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। সেখানেও সতর্কতা জারি করা হয়েছে।