নিজস্ব সংবাদদাতা : বুধবার সন্ধ্যায় আগুনের কোপে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় বাগবাজারের হাজারহাট এলাকার অসংখ্য ঝুপড়ি। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাবাসী।
দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকে, ঘটনাস্থলে পৌঁছয় আরও ২২টি ইঞ্জিন, দূর পর্যন্ত জল ছেটানোর জন্য আনা হয় হাইস্পিড জেট ইঞ্জিনও। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন কয়েকজন দমকলকর্মী।
রাতে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঘরহারা মানুষগুলির জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় প্রশাসন। আজ সকালে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।
পাশাপাশি, চাল, ডাল, আলু ও বাচ্চাদের দুধ দেওয়া হবে বলে জানিয়ে রাখেন। তিনি বলেন, ‘যার যার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে,পুরসভা ঘর তৈরি করে দেবে। ৫ কেজি করে চাল-ডাল-আলু ও বাচ্চাদের দুধ দেওয়া হবে।’ এখন ক্ষতিগ্রস্তদের উইম্যান্স কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী ।