নিজস্ব প্রতিবেদন: অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের নামে বেনামি সম্পত্তি হাতে লেগে চলেছে এনফোর্স ডিরেক্টরেটের। রবীন্দ্র সরোবর থানা এলাকার পণ্ডিতিয়া রোডে আরও একটি বেনামি সম্পত্তির হদিশ পাওয়া দিয়েছে। ফ্ল্যাটটি অন্য ব্যক্তির নামে থাকলেও মালকিন যে অর্পিতাই, সেকথা ইডির কাছে স্পষ্ট। এইদিন চাবিওয়ালা নিয়ে গেলেও ফ্ল্যাটটির দুটি দরজা খোলা যায়নি। জানা গিয়েছে, দরজা দু’টি চীন থেকে আনানো। ওই দরজা ভাঙার চেষ্টা চালাচ্ছে ইডি।