নিজস্ব সংবাদদাতা : স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি যান শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়-সহ বিজেপির একাধিক নেতা। সেখানে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তাঁরা। সেখানে ছিলেন একাধিক তৃণমূল নেতাও।
বেলায় শ্যামবাজার থেকে ‘বিবেকের ডাক’ কর্মসূচির সূচনা করেন বিজেপির নেতা-কর্মীরা। শুরু হয় মিছিল। যদিও মিছিলে কোনও দলীয় পতাকা নেই। আগেই বলা হয়েছিল, এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। মিছিলটি শেষ হবে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে। এদিন বঙ্গ বিজেপির নেতাদের ‘কৃতদাস’ বলে কটাক্ষ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, ‘ওরা দিল্লির নেতাদের নির্দেশ ছাড়া কিছু করতে পারেন না।
এমনকী বিবেকানন্দের জন্মদিন উদযাপনও নয়। এই কর্মসূচির জন্য কৈলাস বিজয়বর্গীয়কে আসতে হয়েছে দিল্লি থেকে।’ উত্তরে শুভেন্দু জানান, এই সিমলা স্ট্রিটে তিনি গত ২০ বছর ধরে আসছেন। ছাত্রাবস্থা থেকে শুরু করে কাউন্সিলার, বিধায়ক, সাংসদ হিসাবে তিনি এসেছেন। এদিন সকালে সিমলা স্ট্রিটে দেখা যায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও।
তিনি বলেন, এই বাড়িতে প্রথম ইঁট গাঁথার সময় থেকে তিনি উপস্থিত ছিলেন । এরপর কেন্দ্রীয় সরকারের কাছে স্বামীজির একটি দ্বিতীয় বৃহত্তম মূর্তি নির্মাণের দাবি তোলেন সুদীপ। যা গুজরাতের বল্লভভাই প্যাটেলের মূর্তির উচ্চতার পরই যেন হয়, বলে বক্তব্য রাখেন সুদীপ।
অন্যদিকে গোলপার্ক থেকে তৃণমূলের চেতনা মিছিলে পা মেলাচ্ছেন ফিরহাদ হাকিম -সহ অন্যান্য নেতারা। বিশেষজ্ঞদের একাংশের দাবি, পাল্লা দিয়ে তৃণমূল-বিজেপির এই বিবেকানন্দের জন্মদিন পালনের পিছনে রয়েছে ভোটের রাজনীতি। কিন্তু তা মানতে নারাজ শাসক-বিরোধী উভয়ই।