নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকালে কলকাতার ধাপা অঞ্চলের দিক থেকে মা ফ্লাইওভারের উপর দিয়ে পার্ক সার্কাসের দিকে আসছিল গাড়িটি, মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ডিভাইডারে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর গাড়িটির পরিস্থিতি দেখে অনুমান যে গাড়িটির গতিবেগ বেশ ভালই ছিল কারণ ধাক্কা লেগে একেবারে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।
মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি, ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুজনের একজনের মাথায় এবং একজনের হাতে চোট গুরুতর।
দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছন তিলজলা ট্রাফিক গার্ড এবং প্রগতি ময়দান থানার পুলিশ কর্মীরা। গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ ঠিক কি ছিল, গাড়ির যান্ত্রিক গোলযোগ, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।