রাহুল গুপ্ত , নিউ আলিপুর :: করোনা আবহে একেবারে প্রান্তিক মানুষের পাশে প্রেরণা। মে দিবসে টালিগঞ্জ সংলগ্ন নীকারি পাড়া ও কামার মাঠ অঞ্চল জুড়ে ১৫০ জন এবং নিউ আলিপুরে আরও ৫০ জন কে দেওয়া হলো খাদ্য দ্রব্য সামগ্রী। চাল , ডাল , আলু , সয়াবিন , বিস্কুট , নুন , তেল , সাবান …নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হলো।
মোট ২০০ জনের পাশে গিয়ে দাঁড়ালো প্রেরণা। কোনো রাজনৈতিক দলের অন্তর্গত নয় এই সামাজিক সংগঠন। এই পরিবারের সদ্যসরা একে অপরের পাশে এসে দাঁড়িয়ে আজ করোনা আবহে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে।