Monday, March 1, 2021
Home কলকাতা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা বলছে হাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা বলছে হাওয়া অফিস

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :: আগামী ২৪ ঘণ্টায় আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হবে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে প্রথমে সিকিম লাগোয়া ঘূর্ণাবর্তের জেরে পাহাড়ে বৃষ্টি হবে। যা বৃহস্পতিবার থেকেই চলছে। শুক্রবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় পরিবর্তন হবে বলে খবর মিলছে হাওয়া অফিস সূত্রে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আন্দামান সাগরের উপর তৈরি হতে চলা নিম্নচাপ ক্রমে শক্তি বাড়াতে পারে। পরে সেটি ঘূর্ণাবর্তে পরিনত হবে, যা ক্রমে এগিয়ে যাবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। এর পরোক্ষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। এর জেরে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মৎস্যজিবিদের সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম ধান কাটতে বলা হয়েছে হুগলির চাষিদের। যদিও কলকাতার আবহাওয়া দেখলে এমন কোনও সম্ভাবনা রয়েছে বলে মনে হবে না।

বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। অল্প কম থাকলেও বৃদ্ধির দিকেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রাও। এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিসের তথ্য মারফত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অল্প কম রয়েছে। স্বাভাবিকের সামান্য নীচে সর্বোচ্চ তাপমাত্রাও। রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Most Popular

ট্রেন থেকে পড়ে সোদরপুরের ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো পুজা দত্তের। পুজা সোদপুরের বাসিন্দা বলে জানা গেছে। উত্তর ২৪ পরগণার সোদপুরের শেঠ কলোনির বাসিন্দা...

ভ্যাক্সিন নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে করোনা দূরীকরণের জন্যে টিকাকরণ। তারই মধ্যে এবার সোমবার সকালবেলা ট্যুইট করে আচমকাই সারপ্রাইজ দিলেন...

আবারও মূল্য বৃদ্ধি ! হাজারের পথে রান্নার গ্যাস

নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগেই গ্যাস এর দাম বাড়লো, বেড়ে হয়েছিল ৮২০ টাকা ৫০ পয়সা। এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন কেন্দ্র বিরোধী...

গোষ্ঠীকোন্দল এড়াতে প্রার্থী ঘোষণায় মাষ্টার স্ট্রোক মমতার!

নিজস্ব প্রতিবেদন : বাংলাকে পাখির চোখ করে প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। কংগ্রেসের সঙ্গে জোট করে ময়দানে নেমেছে বামেরাও, সঙ্গে আবার আব্বাস...