29 C
Kolkata

Tollywood: প্রয়াত টলিপাড়ার কিংবদন্তী বর্ষীয়ান অভিনেতা

নিজস্ব প্রতিবেদনঃ হিন্দি থেকে ভোজপুরী, এমনকী হলিউডেও যেন তারকাদের মৃত্যু মিছিল! এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সেই দুঃখের ছায়া। প্রায়ত কিংবদন্তী বর্ষীয়ান বাঙালি অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। সাদা-কালো ছবির যুগের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই কালজয়ী শিল্পীর মৃত্যুর খবর শেয়ার করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। অমরনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর সামনে আসতেই শোকবিহ্বল সিনেপ্রেমী মানুষ।

ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর খবর শেয়ার করে শোকজ্ঞাপন করেছেন জয়জিৎ। ক্যাপশনে প্রণাম জানিয়ে লিখেছেন, ‘অমরনাথকাকু ভালো থেকো অন্য পৃথিবীতে। তোমার নম্বরটা থেকে যাক আমার মুঠোফোনে।’ তারকার পোস্টের কমেন্ট বক্সে অনুরাগীরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। এত বড় মাপের একজন অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বিনোদনজগত।

প্রয়াত অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নেট নাগরিকরা। মৌচাক, বসন্তবিলাপের মতো বাংলার কালজয়ী ছবিতে তাঁর অভিনয় মন্ত্রমুগ্ধ করত দর্শককে। তাই তাঁর মতো একজন স্টারকে হারিয়ে বাংলা সিনে ইন্ডাস্ট্রি তার অভিভাবকে হারাল।

আরও পড়ুন:  Cooking tips : বিকেলের টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মজাদার কুড়মুড়ে চাউলেট

Featured article

%d bloggers like this: