31 C
Kolkata

STF Raid In Saltlake: STF-এর অভিযানে উদ্ধার লাখ লাখ টাকা-হেরোইন

ব্যাপক সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার ভোর বেলা সল্টলেকের একটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার করা হল সাড়ে ৩ কেজি হেরোইন সহ নগদ টাকা। ইতিমধ্যে এই ঘটনায় এক মহিলা সহ দু’জনকে গ্রেফতার করেছে STF। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নগদ টাকার পরিমান পাঁচ লাখ বলে জানা গিয়েছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে ৫ কেজি মাদক। পুলিশ সূত্রের খবর, ধৃত ২ জন মাদকের কারবারকে ঢাকা দেওয়ার জন্য জনসমক্ষে ছাগলের ব্যবসা করত।

যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের নাম মোবিন খান এবং মেহতাব বেগম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা নাকি পশুপালন ও ছাগলের ব্যবসা করত। ধাপায় নাকি তাঁদের একটি ফ্ল্যাটও রয়েছে। নওভাঙা সেক্টর ৪-এ এদিন সকালে এই তল্লাশি অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মোবিন খান এলাকার মানুষজনের সঙ্গে খুব একটা কথা বলতেন না। বেনামি সম্পত্তি তথা আয়–বহির্ভূত টাকা রয়েছে জানতে পেরেই এসটিএফ ১২ জন প্রতিনিধি নিয়ে এখানে হানা দিয়েছে। মেহতাভ বেগম তার স্ত্রী বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:  Hair care tips: চুলের সমস্যার সমাধানে ব্যবহার করুন মেহেন্দি !

এলাকাবাসীদের বক্তব্য, বেশ অনেক মাস আগে এই ফ্ল্যাটে আসেন মোবিন ও তাঁর স্ত্রী। ধৃত এই দুজনকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। এই দুজনকে জেরা করে আরও তথ্য জোগাড় করতে চায় পুলিশ। এই দুজনের সঙ্গে আর কে কে জড়িত বা এরা দেশে বিদেশে কার কার সঙ্গে এই মাদকের ডিল করত, সেসবের গভীরেও যেতে চায় পুলিশ। উল্লেখ্য, রাজ্যের নানা প্রান্ত থেকে সম্প্রতি বিপুল টাকা উদ্ধার হয়েছে।

Featured article

%d bloggers like this: