29 C
Kolkata

Star Kid : স্টার কিডদের কার কেমন শিক্ষাগত যোগ্যতা ! জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: বলিউডের স্টার কিডদের ঘিরে সাধারণ মানুষের কৌতুহলের কোনো শেষ নেই। নেট পাড়ায় স্টার কিডদের নিয়ে দিনভর চর্চা চলছে। সাধারণ মানুষের মনে সর্বদাই গ্ল্যামার-অভিনয়-জীবনযাত্রা
এই সব নিয়ে জানার আগ্রহ থাকে। কিন্তু আজ গ্ল্যামার,অভিনয় কিংবা জীবনযাত্রা নয় আজ কথা বলবো স্টার কিডদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে।

স্টার বলতে যার কথা প্রথম মাথায় আসে সে হলো বলিউডি বাদশা শাহরুখ খানের তাই সর্বপ্রথম জেনে নেওয়া যায় শাহরুখের সন্তানদের শিক্ষাগত যোগ্যতা:

বলিউডের কিং খানের মেয়ে সুহানা খান পড়াশোনা করেছেন ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৷ এবং বাদশার বড় পুত্র আরিয়ান খান ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফিল্ম মেকিং এবং রাইটিংয়ের উপর কোর্স করেছেন৷ তারপর স্নাতক হয়েছেন স্কুল অফ সিনেমাটিক আর্টস থেকে ফাইন আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে।

আরও পড়ুন:  Travel : মাত্র কয়েকদিনের ছুটিতেই বেড়িয়ে আসুন কলকাতার কাছে ঋষি বাল্মিকীর আশ্রম থেকে !

বলিউড নবাব সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল থেকে স্কুলের পড়াশোনা করে লন্ডনের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা করেছেন।

চাঙ্কি পান্ডের মেয়ে বলিউডে অত্যন্ত জনপ্রিয় স্টারকিড। অন্যন্ন স্টার কিডদের মত অনন্যা পান্ডেও ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেছেন৷ তারপর স্নাতক হয়েছেন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে অনন্যা পান্ডে৷

শ্রীদেবী কন্যাও বলিপাড়ায় সবসময় চর্চার থাকেন। বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুরও মুম্বইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল থেকে স্কুলের পড়াশোনা করেছেন৷ এবং তারপর লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট ক্যালিফোর্নিয়া থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেন অভিনয় জগতে পা দেওয়ার আগে।

Featured article

%d bloggers like this: