চয়নিকা চন্দ্র: অরিন্দম ভট্টাচার্যের নতুন থ্রিলার ছবি ‘শিবপুর’ অভিনয়ে পুরোনো জুটি পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়। বর্তমানে থ্রিলার ছবি দেখতেই বেশি ভালোবাসেন দর্শক। তাই তাদের চাহিদাকে মাথায় রেখে ‘শিবপুর’ ছবি তৈরি করেন অরিন্দম ভট্টাচার্য।
ছবিতে দেখা যাবে, একজন সাংবাদিকের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। গৃহস্থ বাড়ির বধূ হয়ে ওঠে শিবপুরের একজন কুখ্যাত মহিলা মাফিয়া গ্যাং লিডার। বহুদিন ধরেই এই মহিলা অঞ্চলে আধিপত্য বিস্তার করে ছিল। মহিলার এই পরিবর্তনের কাহিনী জানতে কৌতূহলী হয়ে ওঠেন ওই সাংবাদিক।
রবিবার নিজের সোশাল পেজ থেকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পোস্টারটি শেয়ার করে লেখেন, ‘এই গরমেই মুক্তি পাবে শিবপুর।’ থ্রিলারে ভরপুর এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুজননীল মুখোপাধ্যায়, রাজদীপ সরকার সহ অন্যান্যরা।