31 C
Kolkata

Salman Khan East Bengal: মে মাসে লাল হলুদে ভাইজান, বড় চমক ইস্টবেঙ্গলের !

চয়নিকা চন্দ্র, কলকাতা: করোনার মধ্যে বড় করে শতবর্ষের উৎসব করতে পারেনি ইস্টবেঙ্গল। সমর্থকদের সঙ্গে শতবর্ষের আনন্দ ভাগ করে নিতে বড় উৎসব করতে চাইছে তারা। তাই ভাইজান উরফে সালমান খানের আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে নতুন কোচ ঠিক করার কাজও শুরু হয়ে গিয়েছে। ইমামির সঙ্গে মিলে আগামী দিনের ভাল দল গড়ার চেষ্টা চলছে ইস্টবেঙ্গলের। যদিও একের পর এক ডার্বিতে হার, আইএসএলে ট্রফির দৌড় থেকে অনেক দূরে থাকছে লাল-হলুদ, ফলে আইএসএলে ইস্টবেঙ্গলের খেলা সমর্থকদের খুশি করতে পারছে না। তবে হার মানতেও নারাজ টিম ইস্টবেঙ্গল।

উল্লেখ্য, ২০২০ সাল ছিল ইস্টবেঙ্গলের শতবর্ষ। সেই উৎসব এখনও চলছে। যোগ দিতে আসতে পারেন সলমন খান। সমর্থকদের সঙ্গে শতবর্ষের আনন্দ ভাগ করে নিতে ও তাদের চমক প্রদানে ভাইজানের আসার বন্দোবস্ত করছে টিম। তবে প্রাথমিক কথা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মে মাসে লাল- হলুদে অভিনেতা সালমান খানের আসার দিন গুনছেন সমর্থকরা।

আরও পড়ুন:  Health tips : হাড় সুস্থ-সবল রাখতে কী করতে হবে ! রইল টিপস

Featured article

%d bloggers like this: