নিজস্ব প্রতিবেদন: ফের শোকের আবহ হিন্দি সিনেমা ও সিরিয়ালের জগতে। শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নীতেশ পাণ্ডে। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫১ বছর বয়সে প্রাণ হারান।
বুধবার সকালেই পথ দুর্ঘটনায় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। আর তার মধ্যেই ফের শোকের আবহ হিন্দি সিনেমা ও সিরিয়ালের জগতে।
অভিনেতার মৃত্যুর খবরে তাঁর শোকস্তব্ধ গোটা পরিবার। নীতেশের বাবা তাঁর মরদেহ মুম্বইয়ে নিয়ে আসার জন্য রওনা দিয়েছেন বলে খবর। নয়ের দশকে নাট্যজগতে অভিনেতা হিসেবে নিজের সফর শুরু করেন নীতেশ। ছোটপর্দায় তাঁর যাত্রা শুরু ‘তেজস’ ধারাবাহিকের মাধ্যমে। তারপর থেকে ‘অস্তিত্ব… এক প্রেম কাহানি’, ‘প্যায়ার কা দর্দ হ্যা মিঠা মিঠা প্যায়ারা’র মতো বহু ধারাবাহিকে অভিনয় করেছেন।
বড়পর্দাতেও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীতেশ পাণ্ডে। কাজ করেছেন শাহরুখ খান, সলমন খানদের সঙ্গে। অভিনেতার ঝুলিতে রয়েছে ‘ওম শান্তি ওম’, ‘দাবাং ২’, ‘হান্টার’, ‘বাধাই দো’র মতো ছবি। সম্প্রতি ‘অনুপমা’ সিরিয়ালে কাজ শুরু করেছিলেন। তবে এই সিনেমার সেটেই অভিনেতা অসুস্থ হয়ে পড়েন কিনা, তা জানা যায়নি।