পাঠানের পর এবার ‘ধুম 4’ ছবি দিয়েই বিস্ফোরণ ঘটাতে চলেছেন কিং খান। শাহরুখ খান চার বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন এবং তিনি এখনও তার সুপারহিট ছবির জন্য লাইমলাইটে রয়েছেন। তবে এখনও পর্যন্ত সবচেয়ে বড় অফার নাকি ‘ধুম 4’। খুব শীঘ্রই শাহরুখ খানের এন্ট্রি হতে চলেছে বলিউডের ব্লকবাস্টার হিট ফ্র্যাঞ্চাইজি ‘ধুম 4’-এ। তবে শাহরুখ খান ছাড়া এই ছবিতে আর কে কে থাকবেন তা এখনও জানা যায়নি। চলচ্চিত্র পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজেই তার একটি টুইটের মাধ্যমে ‘ধুম ৪’-এ যে দেখা যাবে শাহরুখ খানকে সেই তথ্য জানিয়েছেন। কিন্তু এই ছবিতে তার চরিত্র কেমন হবে ? সেই বিষয়ে কোনও তথ্য দেননি পরিচালক। উল্লেখ্য, ‘ধুম 4’-এর সঙ্গে যুক্ত হয়েছে অনেক তারকার নাম। এই তালিকায় রণবীর কাপুরের নামও ছিল। তবে কিং খান কেই বেছে নিয়েছেন পরিচালক।