29 C
Kolkata

Bonny Sengupta: ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ইডি’র

নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে অভিনেতা বনি সেনগুপ্তকে ফের তলব করল ইডি। আগামী মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে টলিউড অভিনেতাকে। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের টাকায় কেনা গাড়ির নথি নিয়ে মঙ্গলবার হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। প্রসঙ্গত, গাড়ির কেনার জন্য কুন্তল ঘোষের থেকে টাকা নিয়েছিলেন বলে নিজেই জানিয়েছিলেন বনি সেনগুপ্ত। গতকাল প্রায় ১০ ঘণ্টা ধরে বনিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা।

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ইডি। সেই তালিকায় রয়েছেন হুগলির বলাগড়ের কুন্তল ঘোষ। তাকে জেরা করতেই উঠে আসে প্রাক্তন বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা বনি সেনগুপ্তর নাম। এরপরই টলি অভিনেতাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার প্রায় ১০ ঘন্টা জেরা করা হয় বনি সেনগুপ্তকে।বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনি জানান, জিরাটে আমি একটি শো করতে গিয়েছিলাম। সেখানেই আলাপ হয় কুন্তল ঘোষের সঙ্গে। বনি বলেন, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের থেকে গাড়ি কেনার জন্য পারিশ্রমিক হিসেবে হিসেবে কিছু টাকা নিয়েছিলাম। পরিচিতি সূত্রেই কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছিলাম আমি। আর সেই গাড়ির নথিপত্র নিয়ে মঙ্গলবার ফের সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি।

আরও পড়ুন:  Travel : শহরের কলরব থেকে মুক্তি পেতে বেড়িয়ে আসুন এই ছোট্ট গ্রামে !

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই প্রথম কোনও টলি অভিনেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। আনন্দবাজারে একটি প্রতিবেদন অনুসারে কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে বনির নাম জানতে পারেন তদন্তকারীরা। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেনের তথ্য জানার পরই টলি অভিনেতাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Featured article

%d bloggers like this: