31 C
Kolkata

Archana Goutam: শৈশবের যন্ত্রণা প্রকাশ করলেন অর্চনা গৌতম !

চয়নিকা চন্দ্র, মুম্বাই: মডেল থেকে সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ‘বিগ বস ১৬’র প্রতিযোগী অর্চনা। শোয়ের সৌজন্যে জনপ্রিয়তা পেয়েছেন উত্তরপ্রদেশের অর্চনা গৌতম। ২০২২- এ ‘বিগ বস ১৬’র প্রতিযোগী ছিলেন অর্চনা। কিন্তু ফাইনালের ঠিক আগে বাদ হয়ে যান তিনি। ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে।

নিজের ব্যক্তিগত জীবন সংগ্রামের মধ্য দিয়েই কেটেছে তার। টাকা রোজগারের জন্য খালি সিলিন্ডার বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন তিনি। এর বিনিময়ে কখনও ১০ টাকা, কখনও ২০ টাকা পাওয়া যেত। সেই সময় এইটুকু টাকাও অনেক ছিল বলে জানান অর্চনা। একটু বড় হয়ে কল সেন্টারে কাজ পান অর্চনা। মাসিক মাইনে ছিল ৫০০০ টাকা। কিন্তু ইংরাজি বলতে পারতেন না বলে সেই চাকরি চলে যায়।

আরও পড়ুন:  Cooking tips: বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন ধনে পাতার মজাদার আচার!

মডেল হিসেবে কেরিয়ার শুরু করলেও বিগবস- এ এসে তার খ্যাতি বৃদ্ধি ঘটে। তার ছোট বেলা কতে উত্তরপ্রদেশে, চূড়ান্ত অভাবের মধ্যেই তাঁকে বড় হতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। টাকা রোজগারের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে জীবনে। কেরিয়ার – এ তেমন উন্নতি না করলেও যতটা এগিয়েছেন ততটা নিজের প্রচেষ্টাতেই।

Featured article

%d bloggers like this: