আরিয়ানের গার্লফ্রেন্ড এখন আদিত্য রায় কাপুরের প্রেমিকা। দুজনের ঘনিষ্ঠমহল থেকে জন্য গিয়েছে, আদিত্য ও অনন্যার প্রেম কাহিনীর কথা। মুম্বইয়ের রেস্তরাঁ থেকে কফি শপে সময় কাটানো থেকে লং ড্রাইভেও নাকি বেড়িয়ে পড়ছেন আদিত্য-অনন্যা। তবে দুজনেই এই প্রেম গোপনীয় রেখেছেন।
এতদিন অবশ্য অনন্যার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন আরিয়ান। এমনকী, আরিয়ানের সঙ্গে মাদককাণ্ডে জড়িয়ে পড়েছিলেন অনন্যা। একজন অবশ্য আদিত্যর প্রেমিকা চাঙ্কি পাণ্ডেকন্যা। আগামী বছরের শেষের দিকে বাগদানও সারতে পারেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। অবশ্য, আদিত্য – অনন্যা এক্ষেত্রে প্রকাশ্যে কিছু বলেননি।